DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মানুষের জান-মাল, চলাচলের পথ বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা-রংপুর ডিআইজি

Ellias Hossain
আগস্ট ৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

মানুষের জান-মাল, চলাচলের পথ বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা-রংপুর ডিআইজি

 

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীরা মানুষের জান-মাল, চলাচলের পথ বিঘ্নিত
করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার (৭ আগস্ট) রংপুর রেঞ্জে ডিআইজি হিসেবে যোগদান করে দুপুরে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ অর্পণের আগে রংপুর রেঞ্জের নব-নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন এসব কথা বলেন।

এ সময় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেহেদুল করিম, এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে ডিআইজি আব্দুল বাতেন পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
রংপুর রেঞ্জের নব-নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন বলেন, আমার কর্মকালে রংপুরের সর্বস্তরের মানুষ পুলিশের কাজে সহায়তা করবে বলে আশা করছি। আমি প্রত্যাশা করি শান্তিপূর্ণ রংপুরে শান্তি আরও বর্ষিত হবে। মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তায় পুলিশ আরও বেশি তৎপর হবে। অপরাধের বেশিরভাগ মাদক ও সম্পত্তি নিয়ে হয়। মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সজাগ থাকবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বিভাগে কিভাবে মাদকের বিস্তার রোধ করা যায় আমরা সেই ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম হাতে নেবে। রাজনৈতিক দলগুলো এতে অংশ নেবে। তবে কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী মানুষের সম্পদ ধ্বংস, নিরাপত্তা ও চলাচলের পথ বিঘ্নিত করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০