আশুলিয়ায় বাসে আগুন-ভিডিও দেখে অপরাধী শনাক্ত করেছে পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
গত ২৯ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের চলন্ত একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংস) এনামুল হক সাগর।
ভুক্তভোগী বাসের চালক ঘটনার দিন আশুলিয়ায় থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাস্থলের একটি ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করে ঘটনার প্রায় ১০ দিন পর বিএনপির কয়েক নেতা-কর্মীকে আপক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ২৯ জুলাই ঘটনাস্থলের ভিডিও দেখে পুলিশ নিশ্চিত হয়েছে এ ঘটনায় জড়িতরা বিএনপির নেতা-কর্মী। ভিডিওতে তাদের স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে। আটককৃতরা হলো, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান ও ধামরাই পৌর ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অপূর্ব চন্দ্র দাসসহ আরো কয়েকজন।