ওরা কেউ জানে না বঙ্গবন্ধুর শহীদ পরিবারের ইতিহাস-নিক্সন
মামুনুর রশিদ ফরিদপুর প্রতিনিধিঃ
আওয়ামীলীগ সরকারের উন্নয়নের রাজনীতির ধারাবাহিকতায় বাংলাদেশ যখন বিশ্ব দরবারে একটি রোল মডেল। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার যখন বদ্ধপরিকর ও শিক্ষা মন্ত্রণালয় যখন বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণসহ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণে শিক্ষার ব্যবস্থার মানোউন্নয়নে কাজ করছেন ঠিক সেই মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গায় মেধাবী ও সিংহভাগ শিক্ষার্থীরা জানে না ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজধানী ধানমণ্ডির ২৩ নম্বর বাড়ির ইতিহাস। তারা জানেও না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের ক’জন সদস্যদকে ১৫ আগস্ট রাতে ৩২ নম্বরের বাড়িতে ঘাতক দালালেরা বুলেটের আঘাতে নির্মমভাবে ক্ষতবিক্ষত করেছিল স্বাধীন সোনার বাংলার স্থপতি মহানায়ক শেখ মুজিবুর রহমান পরিবারে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়।
স্থানীয় সুত্র জানায়, আজ মঙ্গলবার (৮আগষ্ট) ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের দৌহিত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
কুইজ প্রতিযোগীতায় জাতির পিতার পরিবার নিয়ে তিনটি প্রশ্নের একটি উত্তর ছাড়া অপর দুটি প্রশ্নের কোন সঠিক উত্তর করতে পারে নি অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা। কেউ ৩ জন ৪ জন, ৯ জন ১১ জন ১০ জন শহীদ হয়েছে বলে উলট পালট উত্তর দেয়। শুধু তাই নয়, বঙ্গবন্ধু ছাড়া তার পরিবারে সেদিন কারা শহিদ হয়েছিলেন একজন শিক্ষার্থীর মুখ থেকে তাদের বলতে না পারায় উপস্থিত প্রধান অতিথিসহ সকলে হতবাক বনে যায়।
মঞ্চে মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা থাকায় এহেন বিষয়টি কুইজ হাউজের কেউ মেনে নিতে পারেননি।
অবশেষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের দৌহিত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি মাইক নিয়ে ১৫ আগস্টের ভয়াল রাতের বর্ণনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, শিশু রাসেলসহ নিহতের সঠিক তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
বাংলাদেশের সঠিক ইতিহাস ও জাতির পিতার পরিবারের ১৫ আগস্টের ইতিহাস একই সূত্রে গাঁথা। কিন্ত নতুন প্রজন্মের সন্তানেরা কোন পথে যাচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে কি শুধু গতানুগতিক ধারায় জিপিএ-৫ পাওয়ার চেষ্টা ছাড়া দেশের ইতিহাস, রাজনৈতিক চেতনার ইতিহাস, মহামানবদের দান বা অবদানের কথা কিছু পিছনে রেখে কি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের কাছে? এমন প্রশ্নও তোলা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীর কুইজ প্রতিযোগিতার হাউজে।