DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের তৌহিদী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

Astha Desk
আগস্ট ১১, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের তৌহিদী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

রাসূল (সাঃ) ও পবিত্র কোরআন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী আসাদ নূরের ফাঁসির দাবিতে ফরিদপুরের তৌহিদী ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার (১১আগষ্ট) দুপুর দুইটায় জনতা ব্যাংকের মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন রাজীব, ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন অপি, সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র শামীম রেজা, দারুস সালাম জামে মসজিদ পশ্চিম খাবাসপুর ফরিদপুরের খতিব হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসূল (সাঃ) ও পবিত্র কোরআান নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জ্ঞাপন পূর্বক আসাদ নূরের ফাঁসির দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তৌহিদী ছাত্র সমাজ। পরে আসাদ নূরের কূশপূত্তিলিকা দাহ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]