গবেষকগণ মুক্তিযুদ্ধকে হৃদয় দিয়ে অনুধাবন করবেন-ড. মুনতাসির মামু
সাইদুজ্জামান ভুইয়া/কুমিল্লা প্রতিনিধিঃ
গবেষকগণ মুক্তিযুদ্ধকে হৃদয় দিয়ে অনুধাবন করবেন। এই কলম যোদ্ধাদের কালির আঁচড়ে ফুটে উঠবে ৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, জুলুম ,নির্যাতন ও হত্যাকাণ্ডের বাস্তব চিত্র। কুমিল্লার গণহত্যার প্রতিচ্ছবি তাদের লেখনীর মাধ্যমে ফুটে উঠবে বলে কুমিল্লায় অনুষ্ঠিত গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক পিজিটি কোর্সের একাদশ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন।
সূত্র জানায়, শুক্রবার (১১ আগষ্ট ২০২৩) কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনে একমাস ব্যাপী এ কোর্স সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ও গবেষক ড. মুনতাসির মামুন।
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ জনাব হাসান ইমাম মজুমদার ফটিক এর সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের এর সঞ্চালিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান শাহীন, জহিরুল ইসলাম পাটুয়ারী, আশরাফুল ইসলাম লিটন, নাজমুল আলম জসিম ও বাংলা একাডেমীর গবেষক ও লেখক মামুন সিদ্দিকী প্রমূখ।