মামুনুর রশীদ ফরিদপুর প্রতিনিধি: বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বৃহস্পতিবার শহরের মুজিব সড়ক প্রেসক্লাবের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাহিম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়, মুস্তাফিজুর রহমান মাসুম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুদ্দোহা জহের। এ সময় স্বেচ্ছাসেবক লীগের মনিরুজ্জামান লাজুকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে একযোগে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মধ্যে দিয়ে দেশকে তালেবানি রাষ্ট্র বানানের পায়তারা করেছিল সিরিজ বোমা হামলা তারই প্রমাণ বহন করে। নেতৃবৃন্দ সিরিজ হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।