মাদারীপুরে ছেলের হাতে বাবা খুন
স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে মাদকের টাকা না দেয়ায় জলিল উদ্দিন বয়রা (৫৫) নামে এক বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের ইউসুফের বিরুদ্ধে। আজ সোমবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল উদ্দিন ওই এলাকার মৃত সোনামতি বয়রার ছেলে। অভিযুক্ত ইউসুফ জলিল উদ্দিনের বড় ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকা চাওয়া নিয়ে বাবা জলিল উদ্দিনের সঙ্গে ছেলে ইউসুফের বিরোধ চলছিল। মাদকের টাকা না দেয়ায় জেরে হঠাৎ তার বড় ছেলে বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জলিলকে আহত করে বলে অভিযোগ ওঠে। এসময় জলিলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ইউসুফ। পরে গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।