ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে  প্রতিপক্ষের হামলায় এক নিরীহ পরিবারের ঘরবাড়ি ভাঙচুর  ও নগদ তিন লক্ষ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার যশোদল দক্ষিণ কুতকাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় লুটপাটকারীদের হামলায় তিন নারীসহ মোট আটজন আহত হয়েছে।  আশঙ্কাজনক অবস্থায় তিন নারীসহ একজন পুরুষকে কিশোরগঞ্জ ২৫০  শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য চারজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, আব্দুল ছাত্তারে আত্মীয় পার্শ্ববর্তী বাড়ির মো. রাব্বির মটরসাইকেলের সাথে প্রতিপক্ষের বাড়ির একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। এরই সূত্রপাত ধরে গত শুক্রবার জুমার নামাজের ফাঁকে তাজু মিয়ার নেতৃত্বে শতাধিক লোক নিয়ে আব্দুল ছাত্তারের বাড়িতে অতর্কিত হামলা করে এবং বাড়ি ঘর এলোপাথাড়ি কুপিয়ে ভাংচুর করে ও নগদ ৩লক্ষ টাকা নিয়ে যায়। এক পর্যায় আব্দুল ছাত্তার বাঁধা দিলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং সালমা বেগমকে কুপিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়  আহত তিন নারীসহ মোট আটজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

আপডেট সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

কিশোরগঞ্জে  প্রতিপক্ষের হামলায় এক নিরীহ পরিবারের ঘরবাড়ি ভাঙচুর  ও নগদ তিন লক্ষ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার যশোদল দক্ষিণ কুতকাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় লুটপাটকারীদের হামলায় তিন নারীসহ মোট আটজন আহত হয়েছে।  আশঙ্কাজনক অবস্থায় তিন নারীসহ একজন পুরুষকে কিশোরগঞ্জ ২৫০  শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য চারজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, আব্দুল ছাত্তারে আত্মীয় পার্শ্ববর্তী বাড়ির মো. রাব্বির মটরসাইকেলের সাথে প্রতিপক্ষের বাড়ির একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। এরই সূত্রপাত ধরে গত শুক্রবার জুমার নামাজের ফাঁকে তাজু মিয়ার নেতৃত্বে শতাধিক লোক নিয়ে আব্দুল ছাত্তারের বাড়িতে অতর্কিত হামলা করে এবং বাড়ি ঘর এলোপাথাড়ি কুপিয়ে ভাংচুর করে ও নগদ ৩লক্ষ টাকা নিয়ে যায়। এক পর্যায় আব্দুল ছাত্তার বাঁধা দিলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং সালমা বেগমকে কুপিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়  আহত তিন নারীসহ মোট আটজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।