নিয়ামতপুরে অবহেলায় সাপে কামড়ে শিশুর মৃত্যু
আস্থা ডেস্কঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাপের কামড়ে তাসকেয়া তৃষা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুলতানপুরের তফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে নিজ বাড়িতে ঘুমানো অবস্থায় সাপে কামড় দিলে কান্নাকাটি শুরু করে তৃষা। পরে পরিবারের সদস্যরা সাপটিকে বিছানায় দেখতে পেয়ে মেরে ফেলেন। রাতেই মরা সাপসহ তৃষাকে উপজেলা হাসপাতালে ভর্তি করালে আবাসিক চিকিৎসক লিংকন দুই ঘন্টা ভর্তি রাখার পর কোন চিকিৎসা না দিয়ে হাসপাতালে অ্যান্টিভেনম নেই বলে রোগীকে রাজশাহী মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তৃষার মৃত্যু হয়।
তৃষার চাচা শরিফুল ইসলাম বলেন, ডাক্তারের অবহেলার কারণে তৃষার মৃত্যু হয়েছে। অ্যান্টিভেনম নেই জানালে প্রথমেই আমরা তৃষাকে রাজশাহী মেডিকেলে নিতে পারতাম। দুই ঘন্টা ভর্তি রেখে বিলম্ব করার কারণেই তৃষার মৃত্যু হয়েছে।
আবাসিক চিকিৎসক ডাঃ লিংকন বলেন, তারা সাপসহ রোগী আনলেও প্রাথমিক লক্ষ্মণে সেটি বুঝতে সমস্যা হচ্ছিল। পরে হাসপাতালে যেখানে অ্যান্টিভেনম রাখা হয় সেখানে গিয়ে দেখি অ্যান্টিভেনম নেই। অ্যান্টিভেনম খুঁজে না পাওয়ায় রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল আলম বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। ডাঃ লিংকন কারও সাথে যোগাযোগ না করেই অ্যান্টিভনম নেই একথা বলতে পারেন না। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।