বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপি নেতা/কর্মীরা
স্টাফ রিপোর্টারঃ
বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের এক দফা দাবিতে কালো পতাকা মিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার (২৫ আগষ্ট) বিকেল ৩টায় মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে মিছিল বের করার কথা থাকলেও বৃষ্টিতে তা বিলম্ব হচ্ছে। তবে তার আগে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
জুমার নামাজের পর থেকে নেতা-কর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালো পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হয়েছেন। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণঅধিকার পরিষদের দুই অংশ, এবি পার্টি, জনতার অধিকার পার্টি ও এনডিপি পৃথকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে।