DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে কলেজে ভর্তি হতে না পারায় আত্মহত্যার চেষ্টা, প্রাণ বাঁচালেন ওসি জাহিদুল হক

Ellias Hossain
আগস্ট ২৬, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাঁচবিবিতে কলেজে ভর্তি হতে না পারায় আত্মহত্যার চেষ্টা, প্রাণ বাঁচালেন ওসি জাহিদুল হক

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার এক ছাত্র জিপিএ-৫ পেয়ে এসএসসি ভোকেশনাল শাখা থেকে উত্তীর্ণ হওয়ার পরেও পরিবারের অভাব-অনটনের কারনে কলেজে ভর্তি হতে না পারায় পরিবারের কাউকে না জানিয়ে রাতের আঁধারে সড়কে দাঁড়িয়ে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কর ছিলেন ওই ছাত্র।

আজ শুত্রুবার (২৫ আগষ্ট) রাঁতে উপজেলার বাগজানা এলাকার এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের বেলায় টহল দিচ্ছিলেন পাঁচবিবি থানার ওসি মোঃ জাহিদুল হক।

দূর থেকে গাড়ি আলোয় দেখতে পান কেউ একজন ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। তখন দ্রুত গাড়িটি ওই ছাত্রের সামনে দাঁড় করিয়ে ওসি গাড়ি থেকে নেমে গিয়ে ওই ছাত্রকে রাস্তার পাশে নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচায়।

ওই ছাত্রের মা-বাবা বলেন, কিছু দিন আগে স্থানীয় একটি স্কুল থেকে এস এসসি পরীক্ষায় এ-প্লাস পেয়ে পাশ করেছে ছেলের পাশের খবর শুনে বুকটা আনন্দে ভরে গেলেও ছেলে কলেজে ভর্তি করে দিতে না পারার দুঃখে আমরা হতাশায় দিন পার করছিলাম।

সেদিন ছেলে এসে বললো মা আমি কলেজে ভর্তি হবো টাকা দাও তখন আমি একটু রাগ করেই বলে ছিলাম তোর পড়শোনা করা লাগবেনা তুই কাজ কাম কর তোকে আর পড়াশোনা আর করতে হবে না। এই বলে ছেলেও মন খারাপ করে বাড়ী থেকে বেরিয়ে যায়।

রাতের বেলায় কাউকে না জানিয়ে বাড়ী থেকে বের হয়ে রাস্তার পাশে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল।

ওই রাস্তা দিয়ে পাঁচবিবি থানার ওসি যাওয়ার সময় আমার ছেলের প্রাণ বাঁচায় এবং পরের দিন সকালে আমাদের কে থানায় দেখা করতে বলে। সকালে থানায় গেলে আমাদেরকে নাস্তা খেতে বলেন আর আপনাদের ছেলের কলেজের ভর্তি খরচ আমি নিলাম।

এই শুনে চোখ দিয়ে আমাদের আনন্দের জ্বল চলে আসে। ভগবান মানবিক এই ওসির ভালো করুক। ছেলে এখন কলেজে যাচ্ছে।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, জনগণের জানমালের নিরপত্তায় কাজ করছেন পুলিশ। সেদিন রাতে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা এলাকায় টহলে যাচ্ছিলাম। হঠাৎ করেই গাড়ীর আলোয় দেখতে পাই কেউ একজন ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।

তখন ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলি আর অবশেষে ছেলেটার সামনে গিয়ে গাড়ি দাঁড় করালে ছেলেটি ভয় পায়।

তিনি আরো বলেন, পরে ছেলেটির কাছ থেকে আত্মহত্যার কারন জানতে চাইলে সে বলেন এ বছর জিপিএ-৫ পেয়ে পাশ করেছি কিন্তু পরিবারের অভাবের কারনে সে কলেজে ভর্তি হতে পারিনি একারনে হতাশায় নিজের জীবন শেষ করে দিতে চাই।

রাতের বেলায় ছেলে টাকে নিরাপদে বাড়ী পৌঁছে দিয়ে সকালে মা-বাবাকে নিয়ে থানায় আসতে বলি। এদিকে বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম স্যারকে জানালে তিনি ছেলে টার কলেজে ভর্তি করে দেওয়ার নির্দেশ দেন আর ওই ছেলের কলেজে ভর্তি করে দায়িত্ব আমরা পাঁচবিবি থানার পুলিশ নিয়েছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬