DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সাংবাদিক ও তার মার উপর হামলা, আটক-১

Ellias Hossain
আগস্ট ২৭, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগরে সাংবাদিক ও তার মার উপর হামলা, আটক-১

 

মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কাফেলা পত্রিকার প্রতিনিধি পলাশ দেবনাথ ও তার মা জবা রানীসহ তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবা (২৬ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে উপজেলা দক্ষিন হাজীপুর গ্রামে এঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রধান অভিযুক্ত বাবলু মোল্লা (৪৭) নামে একজনকে আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ২৬ আগস্ট রাত পৌনে ৯ টার দিকে উপজেলা দক্ষিন হাজীপুর গ্রামের গফফার মোল্লার ছেলে বাবলু মোল্লা দীর্ঘদিন ধরে সাংবাদিক পলাশ দেবনাথের বাড়ির সামনে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে থাকে। এই বিষয়ে পলাশ দেবনাথ এর মা জবা রানী প্রতিবাদ করলে পরবর্তীতে গফফার মোল্লার তিন ছেলে বাবলু মোল্লা (৪৭), লাভলু মোল্লা (৪৫) ফজলু মোল্লা (৩৬) সহ আরও কয়েকজন সাংবাদিক পলাশ দেবনাথ এর বাড়ীর সামনে এসে জবা রানী (৬০) এর উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে গুরুতর আহত ও শ্রীলতাহানী করে এবং জবা রানীর পরিহিত গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়।

খবর পেয়ে জবা রানীর ছেলে সাংবাদিক পলাশ দেবনাথ (৪২) ঘটনাস্থলে এসে বাঁধা দিলে তার উপরেও হামলা করলে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এবং তার গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় হামলা কারিরা। পরে পলাশ দেবনাথের পিতা অসিত কুমার দেবনাথ ও তার ছোট ছেলে শিমুল দেবনাথ বাাঁধা দিতে গেলে তাদেরকেও মারপিট করে। অপর দিকে শিমুল দেবনাথের গ্যাস সিলিন্ডারের দোকানে হামলা করে দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারসহ মুল্যবান মালামাল তছনছ করে ক্যাশে থাকা টাকা নিয়ে যায়।

এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় জবা রানী দেবনাথ ও পলাশ দেবনাথকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা হাসপাতালে ভর্তি করে। শিমুল দেবনাথ ও তার পিতা পরবর্তীতে সাংবাদিক পলাশ দেবনাথ ও তার মা জবা রানী শারীরিক অবস্থা আশঙ্খা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬