গুলশান সিএনজি চাপায় নিহত-১
আস্থা ডেস্কঃ
রাজধানীর গুলশান-১ নম্বরে অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ আগষ্ট) দুপুরের দিকে রাজধানীর গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের সহকর্মী আলমগীর হোসেন বলেন, আমরা দুইজন একটি গুলশানে কোম্পানিতে চাকরি করি। রানা গাড়িচালক ও আমি ওই কোম্পানির পিয়ন। আমরা গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিলাম। পথে গুলশান এক নম্বরে আমাদের গাড়ি সিগনালে পড়ে। এ সময় রং সাইড দিয়ে এসে একটি সিএনজিচালিত অটোরিকশা রানার হাতে চাপ দেয়, এতে রানার হাত ভেঙে যায়। এ নিয়ে দুজনের ঝগড়া হয়।
পরে অটোরিকশাচালক উত্তেজিত হয়ে প্রাইভেটকারের গ্লাসে চাপ দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রানা তাকে ধরতে গেলে অটোরিকশা দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।