DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Abdullah
আগস্ট ৩১, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩১আগষ্ট) বরিশাল বিভাগের রূপালী ব্যাংকের ৪৯ টি শাখা একযোগে এই কর্মসূচি পালন করে।

 

এই কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুরে রূপালী ব্যাংক লিমিটেড, হুলারহাট শাখা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এপ্রোচ সড়কের ২ পাশে ২৫ প্রজাতির মোট ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

 

এ সময় রূপালী ব্যাংকের বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, পিরোজপুরের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, হুলারহাট শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

হুলারহাট শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। ব্যাংকের এমডি এন্ড সিইও মহোদয়ের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করেছেন। ভবিষ্যতে ও তারা ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মহতী কর্মকান্ডের সাথে যুক্ত থাকবেন বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬