DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সাথে ছিলাম তার কন্যার পাশেও আছি-কাজী জাফর উল্লা

Astha Desk
আগস্ট ৩১, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর সাথে ছিলাম তার কন্যার পাশেও আছি-কাজী জাফর উল্লা

 

ফরিদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন অসহায় ও দুঃখী মানুষের নেতা। শ্রমজীবি মানুষের মুখে হাঁসি ফোঁটানোর রাজনীতিই ছিল তার মূল লক্ষ্যে। কিন্ত ষড়যন্ত্রকারীরা সহজভাবে তা মেনে নিতে পারেনি বলে স্বাধীনতা বিরোধী চক্রের নীল নক্সার বুলেটের আঘাতে সেদিন একটি স্বাধীন দেশের জনগণের প্রিয় নেতাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল।

১৫ আগস্ট ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবীতে সেদিন দেশের মানুষ রাজপথে ছিলাম আজও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য নতুন করে আমাদের সকলের শপথ গ্রহণ করার সময় এসেছে।

জনগণের ভোট ও ভাতের অধীকার আদায়ের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর কন্যা উন্নয়নের রাজনীতির প্রতীক হাসিনার সাথে সবাই আছি এবং থাকবো বলে উপস্থিত জনগণের কাছে প্রতিশ্রুতি চাইলে এসময় সকলে দাঁড়িয়ে ও হাত উঁচিয়ে সমর্থন জানান।

আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ভাঙ্গা পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কাজী জাফর উল্লা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাজপথের একটি পরিক্ষিত দল। বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনার বিরুদ্ধে দেশ বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য বাংলাদেশ আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ের সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আমাদের শ্রমজীবী সকল পেশার মানুষকে আওয়ামীলীগের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। স্বাধীনতা বিরোধীদের হুংকার দিয়ে তিনি বলেন, দেশ-বিদেশে যতই গভীর ষড়যন্ত্র করুক না কেন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। সংবিধান অনুসারের শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের সাথে এদেশের জনগণ একাত্ম হয়ে আছে। অতএব নির্বাচন নিয়ে কোন হুমকি ধামকি বা কারো রক্ষুচক্ষুকে ভয় পায়না বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা।

আরো পড়ুন :  বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

ভাঙ্গা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম মিরুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা আওয়ামীলীগের সভাপতি খন্দকার মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান, দপ্তর সম্পাদক সিএম শামীম, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ। মত বিনিময় সভা শেষে এলাকার বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ আর্থিক সাহায্যে প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০