মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটালেন ক্ষুব্ধ যুবক
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাটিলের ওপর হলুদের গুড়া ছিটিয়েছে ক্ষুব্ধ যুবক।
গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সোলাপুর বিভাগের সরকারি রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।
মহারাষ্ট্রের রাখাল সম্প্রদায়ের ওই ব্যক্তি মন্ত্রীর হাতে একটি কাগজ দিয়েছেন। মন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সেটি পড়া শুরু করেন। ঠিক তারই একপর্যায়ে নিজের পকেট থেকে হলুদের গুঁড়া বের করে মন্ত্রীর মাথার ওপর ছিটিয়ে দেন ক্ষুব্ধ যুবক শেখড় বাঙ্গালে। পরে মন্ত্রীর দেহরক্ষী ও সমর্থকরা ওই ব্যক্তিকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মারেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে শেখড় বাঙ্গালে মহারাষ্ট্রসহ পুরো ভারতের রাখাল সম্প্রদায়ের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। শুক্রবার তিনি ও তার সম্পদ্রায়ের আরেক ব্যক্তি তাদের জন্য কোটা সংরক্ষণ বৃদ্ধির দাবি নিয়ে মন্ত্রীর কাছে এসেছিলেন।
তিনি বলেছেন, নিজ সম্প্রদায়ের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কাজ করেছেন। তার দাবি, রাখাল সম্প্রদায়ের লোকজন স্কেজিউলড ট্রাইবের অধীনে আরও বেশি কোটা বরাদ্দের যে দাবি জানিয়ে আসছে, তা সরকারক মানতে হবে। যদি তাদের দাবি না মানা হয়, তাহলে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের অনুষ্ঠানে তাদের সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে কালো কালি ছুড়ে মারবে বলে হুমকিও দেন তিনি।
তবে এ ঘটনায় কিছু মনে করেননি বলে জানিয়েছেন রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ। তার দাবি, বিভিন্ন ধর্মীয় রীতিনীতিতে হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। সুতরাং এতে লজ্জ্বার কিছু নেই। এছাড়া মন্ত্রী তার সঙ্গে এমন আচরণ করা ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা বা তাকে হেনস্তা না করার নির্দেশ দিয়েছেন। সূত্র-ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।