DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা

Astha Desk
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর ইটভাটার শ্রমিক আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে সুমন (৩২) নামে এক যুবক। এসময় গুরুতর আহত হয়েছেন নিহত রাশেদার মা আঙ্গুর বেগম (৪৫)

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) হাসান মোস্তফা দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতেন।
আজ সন্ধ্যায় সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন। একপর্যায়ে স্ত্রী রাশেদা, তার বাবা ও মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা আবুল বাশারের মৃত্যু হয়েছে৷ রাশেদার মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) হাসান মোস্তফা দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহত আঙ্গুর বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮