ফুলছড়িতে অসৎ উপায় অবলম্বনে
পরীক্ষার্থী বহিস্কার, থানায় সোপর্দ
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থী কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র।
আজ বৃস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষে স্মার্ট ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার সময় শিক্ষকের কাছে ধরা পরেন। ওই পরীক্ষার্থীর রোল নং-১৩৯৪৮৩, রেজিস্ট্রেশন নম্বর- ১৮১৭৬৬১৯৮৭ নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
বুড়াইল কলেজে কেন্দ্রের সচিব ও কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিভাবক জহুরুল ইসলাম বলেন, পরীক্ষার্থী ফোনসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে সেটা মানলাম; সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে সেটিও মানছি, তবে কিভাবে প্রশ্নপত্র কেন্দ্রের বাহিরে গেল এবং উত্তর কিভাবে বাহির থেকে ফোনে আসলো? সেই জন্য কি শিক্ষকদের কোনো হাত আছে কিনা সে বিষয়টি দেখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, অসৎ উপায় অবলম্বনের কারণে ফোনসহ তাকে ধরা হয় এবং বহিস্কার করাসহ পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।