পাঁচবিবিতে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি জবর দখলের প্রতিবাদে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের রুনিহালী গ্রামে স্বামীর নিজ বাড়িতে গৃহবধু ও শহীদ নৃত্য গোপালের (মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে নিহত) কন্যা মুঞ্জু রানী সংবাদ সম্মেলনের আয়োজনে করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খাড়ইল গ্রামে। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী তার বাবাকে হত্যা করে। সে সময় থেকে মা উষা রানী স্বামী নৃত্য গোপালের সম্পত্তি ওয়ারিশমূলে প্রাপ্ত হয়ে যা পরবর্তীকালে একমাত্র কন্যা হিসেবে মা উষা রানী তার কন্যা মুঞ্জু রানীকে দান করে। কিন্তু ঐ সম্পত্তির মধ্যে থেকে বৈদড় মৌজার ৫৮ শতাংশ জমি ১৯৯০ সাল থেকে বর্গাচাষ করছিলেন ঐ গ্রামের মৃত ইমারত আলীর ছেলে ধলু মিয়া।
তিনি আরো বলেন, বর্গাচাষের এক পর্যায়ে ২০০৪ সালের পর থেকে ধলু মিয়া মুঞ্জু রানীকে ফসল দেওয়া বন্ধ করে দেন। পরে ঐ সম্পত্তি জবর দখল করে নানা তালবাহানা করতে থাকেন। এরপর বিভিন্নভাবে জমি ফেরত চাইলে ধলু মিয়া মুঞ্জু রানীর পরিবারকে প্রাণনাশসহ নানান হুমকি-ধামকি দিয়ে আসছে। জমি পুনরুদ্ধারের জন্য শহীদ কন্যা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুঞ্জু রানীর স্বামী নির্মল চন্দ্র মন্ডল।
বর্গাচাষী ধলু মিয়া বললে, ১৯৭০ সালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের ঐ জমির একটি রেজিষ্ট্রিকৃত দলিল আমার আছে। ঐ দলিলমূলে আমি ঐ সম্পত্তি দাবি করি। কারো জমি জবর দখল করি নাই।