চট্টগ্রামে পুলিশ সদস্য নিহত
সারাদেশ ডেস্কঃ
চট্টগ্রাম নগরে ব্যারাক ভবনের পঞ্চমতলা থেকে পড়ে জাহিদুল ইসলাম (২৪) নামে
এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনের হিলটপ ব্যারাক হাউসে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপকমিশনার স্পিনা রাণী প্রামাণিক জানান, জাহিদুল হিলটপ ব্যারাক হাউসের পঞ্চমতলায় থাকতেন। ভোর ৪টা ২২ মিনিটে তিনি পাঁচতলা থেকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্পিনা রাণী বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, অসতর্কতাবশত তিনি নিচে পড়ে গেছেন। তার (জাহিদুল) হাতে টুথব্রাশ ছিল। মনে হচ্ছে, দাঁত ব্রাশ করতে করতে তিনি ব্যালকনির প্রান্তে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি পড়ে যান।
নিহত জাহিদুল ইসলামের বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে। ২০২০ সালের ৫ মার্চ তিনি পুলিশ বিভাগে যোগ দেন।