ওয়াশিংটনকে ঠেকাতে বৈঠকে বসছেন চীনের নেতা
আন্তর্জাতিক ডেস্কঃ
ওয়াশিংটনের সাথে দক্ষিণ কোরিয়া ও জাপানের সখ্যতা বন্ধ করতে শিগগিরই দেশ দুটির সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসবেন চীনের সর্বোচ্চ নেতা।
গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চুং বায়ং ওনের সঙ্গে জাপানের জ্যেষ্ঠ উপ-পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি ও চীনের পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী নং রংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা খাতসংশ্লিষ্ট সম্পর্ক যেমন চীনের উদ্বেগ তৈরি করেছে, তেমনি চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি টোকিও-সিউলের উদ্বেগ বাড়িয়েছে। এসব বিষয় মাথায় রেখেই চার বছর পর তিন দেশে উপ-পররাষ্ট্রমন্ত্রীরা শীর্ষ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে।
গেলো আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জাপান-দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে তিন দেশের মধ্যে এক ঐতিহাসিক নিরাপত্তা সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, তিন দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব শীর্ষ সম্মেলনসহ উচ্চ পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে। চীন সেই চুক্তির কড়া সমালোচনা করেছে।
মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং সব সময়ই এই অঞ্চলে যেকোনো সামরিক জোটের অবাঞ্ছিত সম্প্রসারণ এবং অন্য দেশের নিরাপত্তা লঙ্ঘন করার বিরোধিতা করবে। বিষয়টি নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্য থেকে। সূত্র-এএফপি।