DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে দরিদ্র শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ইউএনও

Ellias Hossain
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদীতে দরিদ্র শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ইউএনও

 

আশরাফুল ইসলাম রাজন/কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে আর্থিক অসচ্ছলতায় ভর্তি হতে না পারা মেধাবী ছাত্রী ফারিয়া আহমেদ মুন এর একাদশ শ্রেণিতে ভর্তির দায়িত্ব নিলেন সদ্যযোগদানকৃত কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভর্তির প্রয়োজনীয় খরচ মেটাতে নিজস্ব তহবিল থেকে ওই শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেছেন তিনি।

জানা যায়, কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লার আহম্মদ আলী মনিরের বড় মেয়ে ফারিয়া আহমেদ মুন। তার পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন মুনের পিতা আহম্মদ আলী মনির। যার মৃত্যুর পর অনেক কষ্টে দিনযাপন করছিলো সংসারটি। অসহায় পরিবারটির খবর শোনে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুনকে কটিয়াদী সরকারি কলেজে ভর্তির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে পরিবারটিকে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

অনিশ্চিত ভবিষ্যতের সমস্যা নিরসনে আশার আলো দেখতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেন শিক্ষার্থী ফারিহা আহমেদ মুন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের কটিয়াদী প্রতিনিধি ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, অভিনেতা বদিউজ্জামান বাচ্চু, রতন কুমার সাহা, দেবাশীষ রায় পার্থ, সাজিদুল ইসলাম সেলিম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম শাহীন, পল্টন সাহা, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬