শিরোনাম:
চীনকে ‘কাবু’ করতে তাইওয়ানের নতুন সাবমেরিন
Rayhan Zaman
- আপডেট সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১০১২ বার পড়া হয়েছে
চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষা করতে প্রথমবারের মতো ঘরোয়া সাবমেরিন তৈরি করছে তাইওয়ান। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বন্দর নগরী কাওশিউং- এ এটির উদ্বোধন করেন।
খবর বিবিসির উদ্বোধনের পর সাই ইং ওয়েন সাবমেরিনের সামনে দাঁড়িয়ে বলেন, ইতিহাস চিরকাল এই দিনটিকে মনে রাখবে।
তিনি আরও বলেন, ঘরোয়াভাবে সাবমেরিন তৈরির ধারণাটিকে আগে অসম্ভব বলে মনে হতো। কিন্তু আমরা তা করে দেখিয়েছি, আমরা এটা পেরেছি।