DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বজ্রপাতে নিহত-২

Astha Desk
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে বজ্রপাতে নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে একে অন্যের চাচী-ভাতিজি।

স্থানীয় সূত্র মতে জানা যায়, বিকেলের দিকে একই পরিবারের ৩ জন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে। ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারের (২৫) হাসপাতালে চিকিৎসা চলছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঞ্জুর আহসান বলেন, নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে।

মাধবপুর থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খান বলেন, নিহতরা হলো, শিমুলঘর গ্রামের
সোহেল মিয়ার মেয়ে শান্তা আক্তার (২২) ও রুবেল মিয়ার মেয়ে ছাদিয়া আক্তার (১২)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।