হাতিয়ায় খালে পড়ে বৃদ্ধের মৃত্যু, মাথায় ও মুখে আঘাতের চিহ্ন
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে খালে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে প্রবেশের সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে চোরকে ধরার জন্য ধাওয়া করেন। একপর্যায়ে চোর নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে বাড়ির পাশে খালে পড়ে মারা যান। তবে নিহতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে মোহাম্মদ খবির উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।