DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শিবিরের শোডাউন

Astha Desk
অক্টোবর ১১, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে শিবিরের শোডাউন

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীতে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১১ অক্টোবর) সকালে ১০টায় এ শোডাউন করে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসহ ৭ দফা দাবিতে মতিঝিলের শাপলাচত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মিছিল শেষে ফেরার পথে শিবিরকর্মী সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিল শাপলাচত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সরকারবিরোধী আন্দোলনে নতুন করে সক্রিয় হচ্ছে শিবির। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারই সূচনা করলো ছাত্র সংগঠনটি।

মিছিলের আগে সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডাক্টর শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোঃ হায়াতুল ইসলাম খান বলেন, তারা পূর্ব অনুমতি না নিয়েই বিক্ষোভ মিছিল করেছে। নাশকতার অভিযোগে ১০ জনের মতো আটক করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]