কিশোরগঞ্জের হোসেনপুরে স্বামীকে মারধর থেকে বাঁচতে গিয়ে মোছা. রহিমা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাত দুইটার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রহিমা হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের নামা জিনারী গ্রামের মো. রফিক মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ রহিমার স্বামীর পরিবারে জায়গা নিয়ে বিরোধ চলছে। গত সোমবার ৯ অক্টোবর দুপুর দুইটার দিকে হঠাৎ তার স্বামী মো. রফিক মিয়াকে হেলাল উদ্দিন,জালাল উদ্দিন, হিমেল, দুলাল ও মাহফুজা দেশীয় অস্ত্র ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। এ সময় নিহত রহিমা তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি বাইড়াইয়া গুরুতর আহত করলে এলাকাবাসীর সহায়তায় রহিমাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভার্তি করা হয়। পরে রহিমার অবস্থা আরও আশংঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে আগে কোনো অভিযোগ আসেনি, তবে এখন একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।