DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ হবে ১৭শ কোটি টাকা

Astha Desk
অক্টোবর ১২, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ হবে
১৭শ কোটি টাকা, প্রশিক্ষণ ব্যয় ১শ ২৬ কোটি টাকা, ব্যয় বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষায় দুই দিনের ভাতা ভোট কর্মকর্তাদের, আগামী সপ্তাহে চূড়ান্ত ভোটের ব্যয়।

 

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৪শ ৪৫ কোটি টাকা। পরে নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা ও নির্বাচনী প্রশিক্ষণসহ
ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭শ ২৬কোটি টাকা।
তবে, আগামী সপ্তাহে নির্বাচনী ব্যয় চূড়ান্ত করবে কমিশন।

বিগত একাদশ সংসদ নির্বাচনে ৭শ কোটি টাকার বেশি ব্যয় হলেও এবারের ব্যয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বরাদ্দে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় বেশি (প্রায় ৬৫ শতাংশ) আর পরিচালনা ব্যয় হবে তার চেয়ে কম (প্রায় ৩৫ শতাংশ)।

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এক্ষেত্রে নভেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
তবে এবারে সব দলকে নির্বাচনে আনতে ভোটের একাধিক তারিখও রাখা হতে পারে।

৫০ থেকে ৬০ দিন হাতে রেখেই নির্বাচনের তফসিল দেবে নির্বাচন কমিশন। এ ছাড়া ইভিএম ছাড়া ব্যালট পেপারে ৩শ আসনে ভোট করতে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ। ইসির কর্মকর্তারা বলছে, প্রাথমিক ব্যয় ১ হাজার ৪শ ৪৫ কোটি টাকা ধরা হলেও তা বাড়তে পারে এটা নিশ্চিত।

কেননা এবার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দুই দিনের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে তাদের একদিনের ভাতা দেওয়া হতো। এমনকি এবারের ভাতার পরিমাণও বাড়ছে।

অন্যদিকে নির্বাচনী মালামাল কেনাকাটা, আইনশৃঙ্খলার খরচসহ সব মিলিয়ে প্রায় ১ হাজার ৬শ কোটি টাকা খরচ হতে পারে। এর বাইরে নির্বাচনী প্রশিক্ষণে খরচ হবে প্রায় ১শ ২৬ কোটি টাকা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় এখনো চূড়ান্ত হয়নি, বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের ব্যয় চূড়ান্ত হবে বলে আশা করছি।

আরো পড়ুন :  সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

ইসির কর্মকর্তারা বলছেন, এবার প্রায় ১২ কোটি ভোটারের নির্বাচনে ভোট কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ার পাশাপাশি নির্বাচনী সামগ্রীর দামও তুলনামূলক বেড়েছে। সেই সঙ্গে জ্বালানিসহ অন্যান্য খাতেও দাম বেড়েছে।ভোটের প্রস্তুতিমূলক কাজ ৮৫% এর বেশি হয়ে গেছে। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, জেলা পর্যায়েও পাঠিয়ে দেওয়া হবে।

সূত্র মতে, আগামীতে প্রস্তুতিমূলক যেসব কাজ রয়েছে তাও সময় মতো হয়ে যাবে। সংসদ নির্বাচনে ১৩ ধরনের নির্বাচনী উপকরণ কিনতে হয়। এগুলোর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি।

তফসিল ঘোষণার পর কিছু কাজ থাকবে ও প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানোর কাজ থাকবে আমাদের। সাংবিধানিকভাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে ১ নভেম্বর শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১