DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে সীমান্তে ওপার থেকে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

Astha Desk
অক্টোবর ১৩, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুরে সীমান্তে ওপার থেকে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার (ভারত) থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে তাহিরপুর সীমান্তে এঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শামিম মিয়া (১৮)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার তাহের মিয়ার ছেলে।

জানা যায়, আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে তাহিরপুর সীমান্তের মেইন পিলার ৯৭এর ৩ এস এবং ৪ এসের লাকমা পাহাড়ি চড়া দিয়ে ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাই পথে গর্ত থেকে কয়লা আনার জন্য। সীমান্ত রেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে লেবুয়া নামক একটি পাহাড়ি গর্তে ডুকে কয়লা উত্তোলনের জন্য। হঠাৎ উপর থেকে পাথর ভেঙে গর্তের মধ্যে পড়লে সঙ্গে থাকা সবাই উপরে উঠতে পারলেও শামিম আটকা পড়ে।

পরে সকাল ৯ টার দিকে শামিমের সঙ্গে থাকা একই গ্রামের কাঁচা মিয়ার ছেলে সবুজ মিয়া বাড়িতে এসে ঘটনাটি সবাইকে জানান। পরে সকাল ১০ টার দিকে সবুজ মিয়া সহ নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ।

বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান বলেন, বিজিবি চোখ ফাঁকি দিয়ে ওপারে গিয়ে গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকা অনেক বড় একদিকে টহলপার্টি গেলে অন্যদিকে দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বাড়িতে নিয়ে এসেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১