DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করুন-সালমান এফ রহমান

Astha Desk
অক্টোবর ১৮, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করুন-সালমান এফ রহমান

 

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি জনগণের সমর্থন পাচ্ছে না বলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে৷ তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন যাচাই করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান৷

আজ বুধবার (১৮ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা দোহারের জয়পাড়া পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে৷ ওই নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে তারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবেন৷ দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে৷ তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের চলমান উন্নয়ন তুলে ধরে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল৷ বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করে৷ দেশ অর্থনৈতিক উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে কাজ করছে৷

এর আগে সকালে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, সালমান এফ রহমান দেশের উন্নয়নে কৃষকদের অবদান তুলে ধরে বলেন, দেশের আজ এত উন্নয়নের পেছনে মূল কারিগর কৃষকরা৷ বর্তমান সরকার কৃষির উন্নয়নে ভালো পরিবেশ তৈরি করে দিচ্ছে৷

দোহারে কৃষির উন্নয়নে বড় ধরনের প্রকল্প করে দেওয়ারও ঘোষণা দেন সালমান এফ রহমান৷
এছাড়াও দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুটি সেতু উদ্বোধনসহ ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০