চরাঞ্চলে নৌকায় ভোট চেয়ে বুবলীর প্রচার- প্রচারনা
গাইবান্ধা প্রতিনিধিঃ
চরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ও বর্তমান সরকারের উন্নয়নের দিক তুলে ধরে গণসংযোগ করছেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) নির্বাচনী এলাকার দুইটি উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।
ফারজানা রাব্বি বুবলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার আজ ক্ষমতায়। আজকের প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানে।তাই কোন সন্ত্রাসী দলকে এদেশের জনগণ ক্ষমতায় আসতে দিবে না। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। শেখ হাসিনা সরকার প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এছাড়া বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে জনগণ।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সারাদিন ফুলছড়ি উপজেলাের এরেন্ডাবাড়ী ইউনিয়নের দূর্গম চরে বিভিন্ন পাড়া, মোহল্লায় প্রচার- প্রচারনায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবিসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল। অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন থেকে আমাদের দূরে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল।দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়া জন্য সাধারন জনগনের প্রতি আহ্বান করেন।