শিরোনাম:
আনসারের হাতে আটকের ক্ষমতা দেওয়ার প্রস্তাব সংসদে
Astha DESK
- আপডেট সময় : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১০৬৮ বার পড়া হয়েছে
আনসারের হাতে আটকের ক্ষমতা দেওয়ার প্রস্তাব সংসদে
আস্থা ডেস্কঃ
আনসারের হাতে আটকের ক্ষমতা দেওয়ার প্রস্তাব উঠেছে সংসদে। এতে বলা হয়েছে, অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা পাচ্ছে আনসার ব্যাটালিয়ন। পাশাপাশি বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ সোমবার সংসদে উঠেছে।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপনের অনুমতি চাইলে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম পুলিশের সমান্তরাল ক্ষমতা আনসার বাহিনীকে দেওয়া হলে দুটি বাহিনীর অবস্থান মুখোমুখি হয়ে যেতে পারে উল্লেখ করে বিলটি প্রত্যাহারের দাবি জানান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে নির্বাচন, এতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করতে হলে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকেও মোতায়েন করতে হবে।