DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তাদের বিরুদ্ধে বন্ধুরা কী ব্যবস্থা নেয় আমরা দেখবো-ওবায়দুল কাদের

Astha Desk
অক্টোবর ২৪, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তাদের বিরুদ্ধে বন্ধুরা কী ব্যবস্থা নেয় আমরা দেখবো-ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে এবং ওটা আর কখনোই ফিরে আসবে না। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থেকেই নির্বাচন দেবেন এবং ভোটে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন। এর কোন ব্যত্যয় হবে না।

আজ মঙ্গলবার (২৪অক্টোবর) ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজনে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনি শেষ বার্তা দিয়েছেন, আমিও বার্তা দিচ্ছি, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও তিনি ক্ষমতায় বসবেন। এর অন্যথা বা ব্যত্যয় হবে না। শেখ হাসিনা পদত্যাগ করবেন না। এটাই আমাদের শেষ বার্তা।

কাদের বলেন, পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব দুনিয়ার অবস্থা ভালো না। যাদের কথা বলছেন তাদের চারপাশে অশান্তির আগুন। এ আগুন সামাল দিতে পারছে না। তারা ঘর সামলাবে নাকি এখানে এসে আপনাকে উৎসাহ দিবে। উৎসাহ দেয়ার দিন চলে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা অবরোধ করবে। আমরাও পাল্টা অবরোধ করবো। দাঁড়াতে দিবো না। যারা বলেছেন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে হবে। তাদেরকে বলতে চাই যে যারা সেই নির্বাচনে বাধা দিবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। অবরোধ যারা করবে, ঢাকা অচল করবে যারা, তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। তাদের বিরুদ্ধে বন্ধুরা কী ব্যবস্থা নেয় আমরা দেখবো।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করলে বর্তমান আওয়ামী লীগ সরকার ও বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, সেই সময়ে সরকারের বড় সিদ্ধান্ত, বদলি বা পদায়নে নির্বাচন কমিশনের মতামত নিতে হবে, যদিও অতীতে তার ব্যত্যয় দেখা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০