DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কু‌মিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত

Habibur Rahman Monna
অক্টোবর ২৫, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না।। 

কুমিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অব‌হিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহ‌যো‌গিতায় কুমিল্লা জেলা প্রশাসন এ অব‌হিতকরণ সে‌মিনা‌রের আ‌য়োজন ক‌রে।

বুধবার  ২৫ অক্টোবর বেলা ১১ঘ‌টিকায় কু‌মিল্লা জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) পংকজ  বড়ুয়ার   সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সে‌মিনা‌রে পাওয়ার প‌য়ে‌ন্ট প্রেজে‌ন্টেশ‌নের মাধ‌্যমে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম। বক্তারা আই‌নের ক‌ঠোর প্রয়োগের পাশাপা‌শি অ‌ধিকার আদা‌য়ে সকল‌কে সোচ্চার হওয়া‌র প্রয়োজনীয়তা ব‌্যক্ত ক‌রেন।

এছাড়াও কু‌মিল্লা চেম্বা‌রের প্রতি‌নি‌ধি, কুমিল্ল‌া দোকান মা‌লিক স‌মি‌তি, হো‌টেল-‌রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তি, বেকা‌রি মা‌লিক স‌মি‌তি, ইটভাটা মা‌লিক স‌মি‌তি, হাইও‌য়ে হো‌টেল মা‌লিক স‌মি‌তি, মি‌ষ্টি ব‌্যবসায়ী স‌মি‌তি ও মহানগরীর বি‌ভিন্ন বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে আইন‌টি বাস্তবায়‌নে তা‌দের মতামত তু‌লে ধ‌রেন।

অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য রা‌খেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.আমরিন হোসেন, বিএসটিআইয়ের  সহকারী পরিচালক শহিদুল ইসলাম  , কুমিল্লা এলপিজি স‌মি‌তির সভাপ‌তি মো.আমানত উল্লাহ, চেম্বা‌রের প‌রিচালক জামাল আহ‌মেদ, বাংলাদেশ দোকান মা‌লিক স‌মি‌তির দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ , কুমিল্লা দোকান মা‌লিক স‌মিতির সহ-সভাপ‌তি আমিনুল ইসলাম  প্রমুখ।

সভাপ‌তি জনবান্ধব আইন‌টি বাস্তবায়‌নে নিয়‌মিত অ‌ভি‌যান প‌রিচালনার জন‌্য ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের প্রশংসা ক‌রেন এবং জনব্ন্ধব আইন‌টি বাস্তবায়‌নে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। সে‌মিনা‌রে বিভিন্ন বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নের প্রতি‌নি‌ধি, বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক‌ট্রনিক মি‌ডিয়‌ার সাংবা‌দিকবৃন্দ, সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি, ছাত্র/ছাত্রী ও ভোক্তা সাধারণ উপ‌স্থিত থেকে তা‌দের মতামত তু‌লে ধ‌রেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২