২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে-র্যাব
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীতে আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগ এবং বিভিন্ন দলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানের অংশ হিসাবে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে বলেও জানিয়েছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার বলেন, এর আগেও বড় বড় রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা শহরবাসীকে নিরাপত্তা দিয়েছি। সমাবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাহাতে না ঘটে তাই আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
খন্দকার আল মঈন বলেন, আমরা নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান রেখেছি- ঢাকার বাইরে থেকে কেউ যেন নাশকতার জন্য কোনো বস্তু নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। যদি কোনো নাশকতার পরিকল্পনা থেকে থাকে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি। রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল বা রাষ্ট্রবিরোধী চক্র নাশকতা বা সহিংসতা যেন করতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। আমরা সাইবার ওয়ার্ল্ডেও নজরদারি করছি।