বিএনপিপন্থি ব্যবসায়ীর বাড়িতে পিটার হাসের নৈশভোজ, রাজনীতিতে কৌতূহল
স্টাফ রিপোর্টারঃ
দেশের প্রতিষ্ঠিত বীমা কোম্পানী প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন এর বাস ভবণে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সম্মানে আয়োজিত নৈশ্য ভোজ নিয়ে শুরু হয়েছে রাজনীতিতে কৌতূহল।
গতকাল বুধবার সন্ধ্যার গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কস্থ ওই ব্যবসায়ীর নিজ বাড়িতে
নৈশভোজ নিয়ে অন্তহীন আলোচনা, কৌতূহল সরগরম ডালপালা মেলেছে। এর উদ্দেশ্য এবং অনানুষ্ঠানিক আলোচনার বিস্তারিত জানা যায়নি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে অংশ নিয়েছিলেন
সরকার ও বিরোধী দলের নেতারা ছাড়াও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা।সমসাময়িক রাজনীতির সঙ্গে কথা হয় ২৮ অক্টোবরের দিনটি ঘিরে।
সন্ধ্যা ৭টায় অনুষ্টিত নৈশ্য ভোজে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তিত্বের ভাষ্য মতে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সৈয়দ আলতাফ হোসেনের আয়োজনে সঙ্গত কারণেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সরব উপস্থিতির পাশাপাশি সরকারের প্রভাবশালী দুইজন মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির (সরকার দলীয়) একজন এমপিরও অংশ গ্রহণ করেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, বিএনপি নেতা সাবেক এমপি জি এম সিরাজ এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, দৈনিক দ্য ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, গণফোরাম (মন্টু) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রগতি লাইফ ইন্সুরেন্সের ডিরেক্টর তাবিথ আউয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল প্রমুখ অংশ করেন।