DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় আলোচিত ডাক্তার জহিরুল হক হত্যার চার আসামী গ্রেফতার

Habibur Rahman Monna
অক্টোবর ২৬, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না,জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লা নগরীর রেইসকোর্সে নিজ বাসায় হামলার শিকার হওয়া শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যা মামলার মূল আসামী মোঃ সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া (পাপ্পু) সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, আসামী সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পু (৫০) , তার স্ত্রী রোকসানা আলম সুমি (৪০), তাদের দুই ছেলে আরহাম আজিজ (১৯) ও আহনাফ আজিজ (১৪)।

বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

রাজেশ বড়ুয়া বলেন, আমরা অভিযোগ পাওয়া মাত্রই আমাদের গোয়েন্দা পুলিশের একটি চৌকস দলকে ঘটনার তদন্ত করতে পাঠাই। পরবর্তীতে, বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় আসামীদেরকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোডস্থ হাজীপাড়া থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

প্রসঙ্গত, গত শনিবার (২১) অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্সে শাপলা টাওয়ারে ডা. জহিরুল হকের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু কে মূল আসামী করে পাঁচজনের নামে কোতোয়ালি মডেল থানায় তার স্ত্রী  ফারহান আফরিন হিমি বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার দিনই মামলার প্রদান আসামি পাপ্পু কে গ্রেফতার করেন কোতয়ালি থানা পুলিশ।

দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮