DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার

Astha Desk
অক্টোবর ২৬, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার অস্ত্রোপচার সফল হয়েছে। লিভার সিরোসিসের কারণে পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে খালেদা জিয়ার শরীরে টিপস প্রতিস্থাপন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু করেন তিন মার্কিন চিকিৎসক।

এর আগে, সাবেক এ প্রধানমন্ত্রীকে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের (সিসিইউ) অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। তিন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ছাড়াও ওটিতে আছেন ডাক্তার এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ও ডাক্তার নুরুদ্দিন আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস জটিলতার কারণে ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতি শুরু করেছেন মার্কিন চিকিৎসক দল।

গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্র থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জন হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন
ঢাকায় আসেন।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ৭৮ বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন। গত আড়াই মাসে কয়েক দফায় তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]