DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর অলিগলিতে জামায়াতের নেতা-কর্মীরা, পুলিশের ধাওয়া

Astha Desk
অক্টোবর ২৮, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর অলিগলিতে জামায়াতের নেতা-কর্মীরা, পুলিশের ধাওয়া

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীতে আজ শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের
পাশাপাশি সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তবে বড় দুই দল পুলিশের অনুমতি পেলেও অনুমতি পায়নি জামায়াত। অনুমতি না পেলেও মতিঝিলে সমাবেশের ঘোষণায় অনড় থাকে জামায়াত ইসলামী বাংলাদেশ।

সমাবেশ করতে আজ শনিবার সকাল থেকেই জামায়াতের নেতা-কর্মীরা মতিঝিল এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নিতে থাকেন। তাঁরা ঢাকার বাইরে থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের মিছিলে মিশে যান। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের কালভার্ট রোডে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে।

আজ সকাল সাড়ে ৭টায় আরামবাগে সাউদিয়া বাস কাউন্টারের সামনে জামায়াতের কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। ভোর থেকেই আরামবাগ মোড় থেকে শাপলা চত্বরে যাওয়ার পথের মুখে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এতে কমলাপুর থেকে আসা পল্টনের সমাবেশমুখী মিছিলগুলো যেতে সমস্যা হচ্ছিল। সকাল থেকেই এই মোড়ে কয়েকবার বসে পড়ার চেষ্টা করেন নয়াপল্টনমুখী নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কমলাপুর দিক থেকে আসা কয়েকটি মিছিলের নেতা-কর্মীরা একযোগে এসব ব্যারিকেড তুলে ফেলেন। পুলিশ তখন শান্ত ও সতর্ক অবস্থানে ছিল। তবে ব্যারিকেড ভাঙার পর নেতা-কর্মীদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন পুলিশ বাঁশির হুইসেল দিয়ে নেতা-কর্মীদের দিকে আগাতে থাকে এবং নেতা-কর্মীরা পেছাতে থাকে।

সকাল সাড়ে ১০টায় দেখা যায় জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী কমলাপুর রোড থেকে অবস্থান নিয়ে আরামবাগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তাঁরা কালিমাখচিত ব্যান্ড মাথায় নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিক আরামবাগ মোড় ও নটর ডেম কলেজের মাঝামাঝি জায়গায় একটি ছোট জটলা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে মিজানুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় প্রশাসনের হেফাজতে

আটকের সময় মিজানুর বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। জামায়াতের সমাবেশে এসেছি। আমি জামায়াতের সমর্থক। পুলিশ আমাকে ধাওয়া দিয়েছে, আমি পুলিশের গায়ে হাত তুলিনি।

সিটিটিসির প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান সকাল ১০টায় বলেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা অপ্রীতিকর কিছু করতে চাইলে প্রতিহত করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮