DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি

Astha Desk
অক্টোবর ২৮, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি

আস্থা ডেস্কঃ

আরামবাগে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতা-কর্মী।
তারা সমাবেশের অনুমতি না পেলেও সকাল হতেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তাদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তারা পুলিশের মুখোমুখি হয়। জানা যায়, শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।

পুলিশের ধাওয়ার কিছু সময় পর পরিস্থিতি বদলাতে থাকে। বেলা ১১টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার নেতা-কর্মী একত্রিত হয়। ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। কিন্তু জামায়াত-শিবিরের সংখ্যায় তুলনায় পুলিশের উপস্থিত সেখানে অনেক কম।

জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তবে তারা শাপলা চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে রাখে। তবে পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় আজকের সমাবেশের ইস্যুতে জামায়াতে ছাড় দিতে পারে তারা। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হবে। ঘণ্টাখানেকের মধ্যে সমাবেশ শেষ করে রাস্তা ছেড়ে যেতে হবে, মূল রাস্তার বাইরে দাঁড়াতে পারবে না কেউ। চারপাশ দিয়ে পুলিশ ঘিরে রাখবে তাদের।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]