সকাল-সন্ধ্যা হরতাল–রংপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ও গনঅধিকার পরিষদসহ কয়েকটি দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রংপুর থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিছু দূরপাল্লার বাস রংপুরে প্রবেশ করলেও কোনো বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল।
নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড, টার্মিনাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, মেডিকেল মোড়, মর্ডান মোড়, মাহিগঞ্জ সাতমাথাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্য দিনের তুলনায় সংখ্যায় কিছুটা কম। সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাস কাউন্টারের ম্যানেজার শফিকুল ইসলাম ও নবীন বলেন, বাস বন্ধের কোনো নির্দেশনা নেই। যাত্রী সংকটে বাস ছেড়ে যায়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।