DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত-৩

Ellias Hossain
অক্টোবর ২৯, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত-৩

 

আন্তর্জাতিক ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার (২৯ অক্টোবর) রাঁতে এ দূঘর্টনা ঘটে। সূত্র-এবিডি আনন্দ, এএনআই।

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে একটি ট্রেনের পাশে, লাইনচ্যুত হয়ে অন্যটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্যাসেঞ্জার ট্রেন এবং এক্সপ্রেসটি একই অভিমুখে ছুটছিল। সেই সময় ধাক্কা লাগে। তাতে বেশ কিছু কামরা লাইন থেকে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দা, প্রশাসনিক কর্মীরা উদ্ধারকার্য চালাচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়েছে। অন্য একটি ট্রেন এসে পৌঁছেছে সেখানে, যাতে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া যায়।

রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারলোড কেবলে ব্রেক পেয়ে লাইনের উপর দাঁড়িয়ে যায়। সেই সময় পলাশ এক্সপ্রেস এসে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ধাক্কা মারে। তাতে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইচ্যুত হয়ে যায়। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে।

ট্রেন দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি। তাঁর দফতর থেকে বিবৃতি দিয়ে বলা হয়, বিজয়ানগরম জেলায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সবরকম সাহায্যপ্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে আরও বলা হয়, বিশাখাপত্তনম, অনেকপল্লি-সহ আশেপাশের জেলাগুলি থেকে যত সম্ভব অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসার সব বন্দোবস্ত করতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। প্রতি মুহূর্তের রিপোর্ট চেয়েছেন। এই দুর্ঘটনা ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যাতে ২৮০-র বেশি মানুষের মৃত্যু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬