রোয়াংছড়িতে থানার ওসির বদলীজনিত বিদায় সমবর্ধনা
হ্লাছোহ্রী মারমা/রোয়াংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান, সদস্য, মন্দির কমিটির, ঠিকাদারি কমিটির, বিভিন্ন ব্যবসায়ী কমিটির ও এলাকার সুশীল সমাজে ব্যক্তিবর্গদের নিয়ে রোয়াংছড়ি থানায় ওসি মোঃ আবদুল মান্নানের বান্দরবান জেলাধীন নাইক্ষ্যড়ি থানার বদলীজনিত বিদায় সমবর্ধনা অনুষ্ঠান উত্তর সারা লাইব্রেরী সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বদলীজনিত বিদায় সমবর্ধনা অনুষ্টিত হয়।
রোয়াংছড়ি প্রেসক্লাবের সভাপতি চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা দ্বীপক ভট্টাচার্য্য, ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমূখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, মংহাইনু মারমা, পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, এলাকার সুশীল সমাজে ব্যক্তিবর্গ।