DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

এমপির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা

Ellias Hossain
অক্টোবর ৩১, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এমপির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সংসদ সদস্য প্রকাশ সোলাঙ্কের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। গত ২৫ অক্টোবর থেকে মারাঠিদের জন্য কোটার দাবিতে বিক্ষোভ চলছে।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) সকালে বিক্ষোভকারীরা ওই এমপির বাড়িতে আগুন দেয়। কোটাপন্থী কর্মী মনোজ জারাঙ্গে পাতিলের অনশন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন ওই এমপি। এরপরই বিক্ষোভের সূত্রপাত।

বিক্ষোভকারীরা এমপি সোলাঙ্কের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িও ভাঙচুর করেছে। চলতি বছর শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে যাওয়া অজিত পাওয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্য তিনি।

এমপি সোলাঙ্ক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আক্রমণের সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। সৌভাগ্যবশত পরিবারের সদস্য বা কর্মীদের কেউ আহত হয়নি। আমরা নিরাপদ। কিন্তু সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।

এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিশাল সাদা বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ভবন থেকে কালো ধোঁয়া উঠছে। পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এমপি সোলাঙ্ককে বলতে শোনা যায়, ইস্যুটি (কোটা দাবি এবং এটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে ৪০ দিনের সময় বেঁধে দেওয়া) বাচ্চাদের খেলায় পরিণত হয়েছে।

তিনি বলেন, যে ব্যক্তি একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি (কোটার দাবিতে অনশনরত মনোজ পাতিলকে লক্ষ্য করে), তিনি আজ একজন স্মার্ট লোক হয়ে উঠেছেন! সূত্র-এএনআই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬