রাজধানীতে অ্যাম্বুলেন্সসহ আরও দুই গাড়িতে আগুন
আস্থা ডেস্কঃ
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে অ্যাম্বুলেন্সসহ আরও দুইটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী ও ৭ টা ৫ মিনিটের দিকে বারিধারায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এঘটনায কেউ হতাহত হয়নি।
আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া (মিডিয়া) শাজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শাজাহান শিকদার জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অপরদিকে, সন্ধ্যায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজের একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।