DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে-বুবলী

Astha Desk
নভেম্বর ২, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে-বুবলী

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

দেশের সর্বস্থরের জনসাধারণ বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও সন্ত্রাস বুঝে গেছে তাই তাদের ডাকা হরতাল ও অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে। ফুলছড়ি উপজেলা কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এই মন্তব্য করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে কঞ্চিপাড়া এম.এ ইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়।

কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।

কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সেলু সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ডিপুটি স্পিকারের মেয়ে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী।

এছাড়াও উপস্থিতি ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ফারজানা রাব্বি বুবলী বলেন, আওয়ামী লীগ সরকার তিন মেয়াদে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। তাই বিএনপি জামায়াতের গা জ্বালা করে। এখন আবার তারা হরতাল অবরোধ ঘোষণা করেছে। কিন্তু দেশের মানুষ বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে যারা নৈরাজ্য করবে তাদের কে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে বলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮