জয়পুরহাটে ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি শুরু
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুহাটে বাজার নিয়ন্ত্রণে খোলা বাজারে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রির বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের তত্বাবধানে কৃষি অধিদফতরের সহযোগিতায় শহরের আবুল কাশেম ময়দানে আলু বিক্রির বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, আব্দুল্লাহ আল মাহবুব উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, এখন থেকে জেলার ৫টি উপজেলায় প্রতিদিন খোলা বাজারে ৩ টন করে মোট ১৮ টন আলু বিক্রি করা হবে।
ট্রাকযোগে খোলাবাজারে ৬টি পয়েন্টে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে এই আলু পাওয়া যাবে। প্রতি পরিবার বা ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে আলু কিনতে পারবেন।