হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ওয়াগনার
- আপডেট সময় : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১০৩৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার ওয়াগনার গ্রুপ ইসরায়েলের সাথে সংঘর্ষের মধ্যে হিজবুল্লাহকে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্কঃ
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানপন্থি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। সূত্র-নিউইয়র্ক পোস্ট।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট বলেছে, বর্তমানে রুশ এসএ-২২ নামের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ নিয়ে ওয়াগনার ও হিজবুল্লাহর মধ্যে যে আলোচনা চলছে তা পর্যবেক্ষণ করছেন আমেরিকান কর্মকর্তারা। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি প্যান্টসির এস-১ নামেও পরিচিত।
অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি রাশিয়ার তৈরি। এটি ট্রাক থেকে উৎক্ষেপণযোগ্য সারফেস-টু-এয়ার মিসাইল ও অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারি অস্ত্র সিস্টেম। এটি যে কোনো ধরনের বিমান হামলা মোকাবিলায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুক ব্যবহার করে।
দখলদার ইসরায়েলের বিমান হামলার ঠেকাতে এই অস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে পারে হিজবুল্লাহ।
 
																			























