রাজধানীতে তিন বাসে আগুন
- আপডেট সময় : ০৯:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১০৪২ বার পড়া হয়েছে
রাজধানীতে তিন বাসে আগুন
স্টাফ রিপোর্টারঃ
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পূর্বঘোষিত অবরোধ শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এঘটনা ঘটে। পরে তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক বাসে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে এবং সায়দাবাদ ফ্লাইওভারের নীচে জনপদ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এরপরই পাওয়া যায় জনপদ মোড়ের বাসে আগুনের খবর।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি ৩য় দফায় দুই দিনের অবরোধ ডেকেছে।














