আজ ৫নভেম্বর। সাংবাদিক আশরাফুল ইসলাম তুষারের ২৮তম জন্মদিন আজ। ১৯৯৫ সালের ৫নভেম্বর এই দিনে কিশোরগঞ্জ জেলা শহরের চর শোলাকিয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
প্রাথমিক শিক্ষা জীবন চরশোলাকিয়া ইচ্ছাগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শুরু করে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষে গুরুদয়াল সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএস সি পাস করেন । পরে গুরুদয়াল সরকারি কলেজ থেকে অর্থনীতি তে অনার্স সম্পন্ন করেন। অনার্স পড়াকালীন সময়ে সাংবাদিকতার হাতে খড়ি। দৈনিক কালের ছবি নামক পত্রিকা দিয়ে শুরু। পরবর্তীতে দৈনিক বাংলাদেশের আলো,দৈনিক বাংলা সময়,দৈনিক লাখোকন্ঠ ও সবশেষ দৈনিক আমার সংবাদে সুনামের সাথে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
২০২১ সাল থেকেতার লিখনীতে বিভিন্ন সময় সমাজের অন্যায় অবিচার,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,যানজট, ইত্যাদি ওঠে আসে যার মাধ্যমে তিনি ব্যাপক সুনাম অর্জন করে। বর্তমানে সে আপাদমস্তক লেখালেখির সাথে জড়িত এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের গুরু দ্বায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এর দ্বায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিক হিসেবে জেলায় বেশ সমাদৃত। সুনামের সাথে তার কর্মজীবন চলছে।
আশরাফুল ইসলাম তুষার বলেন, সত্যি বলতে মুসলমানদের জন্মদিন বলতে কিছু নেই। জীবণ থেকে আরও একটি বছর কমে গেল। আজ আমার জন্মদিনকে স্বরণ করে যারা ম্যাসেঞ্জারে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার জন্মদিন উপলক্ষ্যে সবার কাছে দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সকল মানুষের দুঃখ কষ্টের অংশীদার হতে পারি। সমাজ,জাতি ও দেশের কল্যাণে কাজ করতে পারি।